Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলি জহুরের গল্পে স্বল্পদৈর্ঘ্য ‘গর্ভধারিণী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩

অভিনয়ে চার দশক পার করেছেন ডলি জহুর। অভিনয় করেছেন চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে। পেয়েছে জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা। সম্প্রতি নাটক পরিচালনাও করেছেন। এবার তার গল্পে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য ‘গর্ভধারিণী’। আসাজ যুবায়ের চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্যটি।পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির।

ডলি জহুর বলেন, ‘অনেক কিছুই করার ছিল কিন্তু যখন করার মতো বয়স ছিল তখন অ্যাকশন-ক্যামেরার বাইরে কিছু করার মতো অবস্থা ছিল না। এখন অফুরন্ত সময়। ভাবনাগুলো একটু একটু কাজে লাগাচ্ছি। আমার এই ভাবনাগুলো তরুণদের নিয়ে। তাদের সমন্বয়। যেমন আসাজ যুবায়ের এখন আমার সার্বক্ষণিক কর্মী। গল্পটা শেয়ার করার সঙ্গে সঙ্গে সে চিত্রনাট্য করে ফেলল। চমৎকার হয়েছে।’

বিজ্ঞাপন

গল্প ভাবনা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এটি একটি পঙ্গু বিধবা মায়ের গল্প। ছেলেটা ছোটবেলা থেকেই মায়ের উপরে অভিমান। কেননা, মায়ের পা খোড়া হবার কারণে সে বিভিন্ন জায়গায় লজ্জিত হয়। তাই সে মায়ের সাথে কথা বলে না। মা সেলাই করে সংসার চালায় এবং ছেলেকে মানুষ করে। একটা জন্মদিনের উপহার যেটা নিজের হাতে সেলাই করা শার্ট সেটা দিতে গিয়ে ছেলের মুডের কারণে দিতে পারে না। শেষ পর্যন্ত একটা চিঠি লিখে শার্টসহ ছেলের বালিশের কাছে রেখে চলে যায়। আর বলে তোমার যে অভিযোগ সেটা তাকে জিজ্ঞেস কর, যে আমাকে এমন বানিয়েছেন ‘

দশ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে ডলি জহুর ছাড়াও নাইরুজ সিফাত এবং আসাজ যুবায়ের অভিনয় করেছেন। জানা যায়, সম্পাদনা শেষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানো হবে।

সারাবাংলা/এজেডএস

গর্ভধারিণী ডলি জহুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর