Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে জয়কে জন্মদিনে শুভেচ্ছা জানালেন শাকিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপারস্টার শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) তার বয়স সাতে পড়েছে। জন্মদিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন শাকিব।

শাকিব লিখেছেন, তোমাকে ভালোবাসি আব্রাম। এমন দিনে আরও অনেক আনন্দ ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন। পোস্টে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে বাবাকে নিয়ে গান গাইতে দেখা যায় তাকে।

এদিকে শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীরও বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে মুখে বীর বলছে- হ্যাপি বার্থডে টু ইউ। আর ক্যাপশনে লেখা, হ্যাপি বার্থডে ভাইয়া।

বিজ্ঞাপন

শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের।

২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় তাদের। পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাদের ছেলে শেহজাদ খান বীরের।

সারাবাংলা/এজেডএস

আব্রাহাম খান জয় জন্মদিনের শুভেচ্ছা শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর