১৯ পেরিয়ে ২০ এ স্টার সিনেপ্লেক্স
৭ অক্টোবর ২০২৩ ১৫:০৩
দেশের সিনেমা হল জগত এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নাম ‘স্টার সিনেপ্লেক্স’। অনেক চড়াই উত্তরায় পেরিয়ে সিনেমা হলটি ১৯ বছর পূর্ণ করতে যাচ্ছে। ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে হলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু।
১৯ বছর পূর্তি উপলক্ষে সিনেমা হলটি শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক প্রীতি সম্মেলনের আয়োজন করেছে। এতে অংশ নিবে দেশের বিনোদন অঙ্গনের মানুষরা। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে তারা নতুন শাখা ও সিনেমা প্রযোজনার ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বসুন্ধরায় মাত্র ৩টি স্ক্রিন নিয়ে যাত্রা শুরু করা হলটির এখন সারাদেশে শাখা রয়েছে ৭টি। এগুলো হচ্ছে- বসুন্ধরা শপিং মল, পান্থপথ; সীমান্ত সম্ভার, ধানমন্ডি; সনি স্কয়ার, মিরপুর; এসকেএস টাওয়ার, মহাখালী; বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বিজয়ুসরনি; বার্লি আর্কেট, চট্টগ্রাম; হাই-টেক পার্ক, রাজশাহী।
বর্তমানে বগুড়া ও কুমিল্লাতে তাদের আরও দুটি শাখার কাজ চলমান রয়েছে। দেশের ১২টি হাই-টেক পার্কে স্টার সিনেপ্লেক্সে তাদের শাখা সম্প্রসারণের কথা রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তারা সারাদেশে ১০০টি হল করতে চান। এ মুহূর্তে ৭টি শাখায় তাদের ১৯টি হল রয়েছে। তারা একটি ছবিও প্রযোজনা করেছে- ‘ন ডরাই’।
সারাবাংলা/এজেডএস