দুর্গাপূজায় উত্তমের ‘আনন্দেরই দিন’
১৫ অক্টোবর ২০২৩ ১৯:০৩
দুর্গাপূজা উপলক্ষ্যে সংগীতশিল্পী উত্তমকুমার রায়ের নতুন গান ‘আনন্দেরই দিন’ মুক্তি পাচ্ছে। শিল্পীর নিজের কথা, সুর, সঙ্গীতে মিউজিক ভিডিও আকারে বের হচ্ছে তারই ইউটিউব চ্যানেল থেকে।
তিনি জানান, ভারতীয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলোই ছিল পূজার অন্যতম আকর্ষণ। সেই ধারাবাহিকতায় প্রতিবছর আমাদের দেশেও শারদীয় দুর্গোৎসবে নতুন গান প্রকাশিত হয়। আর এবারের পূজায় আমার গান থাকছে। আমি আশা করছি দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবে।
ছেলেবেলা থেকেই উত্তমের গান গাওয়ার শুরু। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবন। সবখানেই সঙ্গীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরষ্কার। উত্তম বিটিভিসহ প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসঙ্গীত ও আধুনিক গান করেন উত্তম। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত সুরকার ও সঙ্গীত পরিচালকও। মিউজিক কম্পােজার্স সোসাইটি বাংলাদেশ এমসিএসবি’র সদস্য।
সারাবাংলা/এজেডএস