Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলোয়ার নিয়ে দ্বন্দ্ব আটকে গেল সেলিব্রেটি ক্রিকেট লীগের ফাইনাল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ১৭:১১

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে দ্বন্দ্বের কারণে আটকে যায় সেলিব্রেটি ক্রিকেট লীগ। ২৯ সেপ্টেম্বর আটকে যাবার প্রায় তিন সপ্তাহ পর ১৭ অক্টোবর শুরু হয় খেলা। লীগ পর্ব, সেমিফাইনাল শেষ হয়ে সবাই যখন ফাইনাল খেলার জন্য অপেক্ষায় তখনই বাধে বিপত্তি। আবার স্থগিত খেলাটি।

জানা গেছে, ফাইনাল খেলার কথা সালাউদ্দিন লাভলু ও দীপংকর দীপনের দল। মূলত দুই দলের দুজন খেলোয়ারকে নিয়ে আয়োজকদের মধ্যে আপত্তি ছিল। একজন হচ্ছেন দীপনের দলের অন্তু ও আরেকজন লাভলুর দলের রাব্বী। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা টুকটাক মডেলিং করলেও তারা বিভিন্ন কর্পোরেট ক্রিকেট লীগে খেলে থাকেন। তাই আয়োজকরা তাদেরকে খেলতে দিতে রাজ নননি। আবার দলগুলোর অধিনায়করা তাদেরকে ছাড়া খেলতে চান না। পরিস্থতি এমন অধিনায়ক দুজনই খেলতে চান কিন্তু আয়োজকরা দিবেন না। ফলাফল রাত দেড়টা পর্যন্ত দেন দরবার করার পরেও মাঠে বল গড়ায়নি।

বিষয়টি নিয়ে দীপংকর দীপন বললেন, ‘আয়োজকদের কতবার বললাম যে, যত সময় যাচ্ছে, আমাদের প্লেয়াররা টায়ার্ড হয়ে যাচ্ছে, এনার্জি হারিয়ে ফেলছে। সেই সকাল বেলায় এসেছে। ফলে আমদের সেরা খেলাটা দিতে পারবো না। সুতরাং খেলাটা দ্রুত শেষ করুন। যে কোনও খেলায় নিয়ম-কানুন থাকে। এখানে সেই জায়গায় কিছু ফাঁক-ফোকর আছে। সেটার কারণেই বিতর্ক তৈরি হয়েছে। আমরা প্রথম থেকে যেই টিম নিয়ে খেলে এসেছি, সেই টিমই আছে। আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি।’

অন্যদিকে সালাহউদ্দিন লাভলুর ভাষ্য, ‘আমরা জানি না, কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন। আমরা অলরেডি ক্রিজে আছি। আমাদের তো খেলতে হবে, এখানে আমরা কমিটেড।’

আয়োজক মাসুদুর রহমান বলছেন, ‘সালাহউদ্দিন লাভলু ভাইয়ের টিমে একজন প্লেয়ার আছে, যার নাম অন্তু; আর দীপংকর দীপন ভাইয়ের টিমে একজন প্লেয়ার আছে, যার নাম রাব্বি। তারা দুজনই অত্যন্ত ভালো খেলে এবং কোনও না কোনও সময়ে তারা কর্পোরেট ম্যাচে খেলেছেন। আগে একটা সিদ্ধান্ত হয়েছিল যে, অন্তু খেলতে পারবে না। কিন্তু এই পর্যায়ে এসে রাব্বির বিষয়টিও জানতে পারেন লাভলু ভাইয়েরা। আমরা বারবার বিষয়টা সমাধান করে আসছিলাম। শেষ যখন সেমিফাইনাল চলে, তখনও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, কর্পোরেট খেলে আসা প্লেয়াররা খেলতে পারবেন না।’

আয়োজকের মন্তব্যে এটুকু স্পষ্ট, দুজন প্লেয়ারের ইস্যুতে ছাড় দিতে নারাজ দুই দলই। যেটার পরিণতিতে খেলা বাতিলের পর্যায়ে গেছে। সবশেষে নিরাশ হয়ে আয়োজক মাসুদুর রহমান বলেছেন, ‘আমার মনে হয় আয়োজক হিসেবে যত চেষ্টা করেছি, নিশ্চয়ই এর মধ্যে অনেক ব্যর্থতা, ভুল আছে। কিন্তু আর সম্ভব না। আজকে খেলা স্থগিত করতেই হবে। আর কোনও অপশন নেই।’

উল্লেখ্য, শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত এই সিসিএলে মোট আটটি দল অংশ নিয়েছে। এগুলোর অধিনায়ক হিসেবে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

সারাবাংলা/এজেডএস

ফাইনাল সেলিব্রেটি ক্রিকেট লীগ স্থগিত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর