প্রতিবাদের মুখে ক্রেডিট পেলো এলআরবি
১৬ মে ২০১৮ ১৮:৩০ | আপডেট: ১৭ মে ২০১৮ ১১:২৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি-এর তুমুল জনপ্রিয় গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। ২০১৬ সালে গানটির সুর বাঁশিতে তোলেন শিল্পী ইফতেখারুল আনাম। সম্প্রতি সেই সুরটি অনুমতি ছাড়াই বিজ্ঞাপনচিত্রের আবহ সংগীত হিসেবে ব্যবহার করেছে পাকিস্তানের ফ্যাশন হাউস ক্রসস্টিচ। বিজ্ঞাপনটি প্রকাশ করেছে পাকিস্তানের অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি।
এলআরবি-এর প্রতিষ্ঠাতা সদস্য, ভোকাল ও দেশবরেণ্য ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘তারা আমার কাছে কোনো অনুমতি নেননি।’ এরপরেই প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার (১৬ মে) বিকালে আইয়ুব বাচ্চু বলেন, ‘একজনের গান অন্যজন গাইতেই পারেন। তবে অন্যের গান গাওয়ার আগে বলে নিতে হয় সেটি কার গান। এটা একটা সৌজন্যতা।’
তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনটি প্রকাশের পর হাজার হাজার মেসেজ আসছে আমার কাছে। সবাই প্রশ্ন করছে আমরা কেনো কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমি সবাইকে বলেছি রাগের বসে কিছু করা যাবে না। কারণ তা থেকে ভালো কিছু হবে না।’
বিজ্ঞাপনটি প্রকাশের পর দেশের আরেক কণ্ঠশিল্পী এলিটা করিম বিজম্যাক্স টিভি-কে সুরটির মূল শিল্পীর নাম ও তথ্য পাঠান। কোনো সৌজন্য ছাড়া সুরটি ব্যবহার করায় দেশের বিভিন্ন শ্রোতারা ক্রসস্টিচ ও বিজম্যাক্স টিভির প্রতি নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অনেক নিন্দা আর প্রতিবাদের পর বিজম্যাক্স টিভিতে প্রকাশিত বিজ্ঞাপনটির ক্যাপশনে তারা এলআরবি, আইয়ুব বাচ্চু ও ইফতেখারুল আনামের সৌজন্যমূলক নাম ব্যবহার করেছে। কিন্তু সেখানেও তারা আইয়ুব বাচ্চুকে এলআরবি ব্যান্ডের ফর্মার (সাবেক) সদস্য বলে উল্লেখ করেছে। যা সম্পূর্ণ ভুল তথ্য।
এ বিষয়টি নিয়েও নিন্দা প্রকাশ করেন আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘যারা সৌজন্য প্রকাশ করেনা, তারা কখনো শিল্পী হয়ে উঠতে পারে না। যারা সুরটি ব্যবহার করেছে তাদের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথমে অনুমতি ছাড়াই সুর ব্যবহার করেছে। এখন আবার ক্রেডিটে ভুল তথ্য দিয়েছে।’
অন্যদিকে ইফতেখারুল আনামের বাঁশিতে তোলা ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানের সুরটি এখন আর তার ইউটিউব চ্যানেলে নেই।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/পিএ