নবযুগ প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশের নাট্যচর্চার পাঁচদশক’। অভিজিৎ সেনগুপ্তের সম্পাদনায় প্রকাশিত বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে। শুক্রবার বিকাল ৪টায় গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করবেন সংকলনভুক্ত রচনাকারদের মধ্যে জ্যেষ্ঠ লেখক মঞ্চসারথি আতাউর রহমান। গ্রন্থভুক্ত রচনা নিয়ে আলোচনা করবেন নাট্যগবেষক ও নির্দেশক ড. ইসরাফিল শাহীন, প্রাবন্ধিক, কবি ও সাংবাদিক সোরহাব হাসান, নাট্যকার ও নির্দেশক গাজী রাকায়েত, গ্রন্থ সম্পাদক নাট্যজন অভিজিৎ সেনগুপ্ত। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিবেন প্রকাশক অশোক রায় নন্দী।
পুরো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।