Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমজমাট ‘টাইগার-৩’ ছবির গানের টিজার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৪:৫০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৪:৫৪

সালমান খানের সঙ্গে অরিজিৎ সিংয়ের দূরত্ব অনেকদিনের তা বলিউডপ্রেমি মাত্রই জানেন। সম্প্রতি সালমানের ফ্ল্যাটে অরিজিতের হঠাৎ যাওয়াতে গুঞ্জন উঠে তাদের মধ্যকার সকল দূরত্ব গুছে যাচ্ছে। তবে এ নিয়ে তাদের দুজনের কেউই তখন কোনো মন্তব্য করেননি। মূলত কয়েক বছর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের মন্তব্যে সালমান ক্ষুণ্ণ হন বলে জানা যায়।

যাই হোক সালমানের ফ্ল্যাট থেকে অরিজিতের বের হওয়ার রহস্যের ইতি সালমান নিজেই টানলেন। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘টাইগার-৩’ ছবির গানের টিজার প্রকাশ করা হয়েছে। টিজারটি মন করেছে ভক্তদের।

বিজ্ঞাপন

‘টাইগার-৩’ সিনেমার এ গানের টিজারে সালমান খানকে লাল পোশাকে দেখা যাচ্ছে। গানের টিজারের পরতে পরতে সালমান-ক্যাটরিনার জমজমাট রসায়ন নজর কেড়েছে ভক্তদের। এ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী।

গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম ও কোরিওগ্রাফি করেছেন বৈভবি মার্চেন্ট। ‘লেকে প্রভু কা নাম’ গানটি মুক্তি পাবে আগামী ২৩ নভেম্বর।

‘টাইগার-৩’ সিনেমায় প্রথমবার সালমানের জন্য গান গেয়েছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। এ কথা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছিলেন সালমান। তিনি লিখেছিলেন, ‘আমার জন্য এই প্রথম গাইলেন অরিজিৎ সিং’।

সারাবাংলা/এজেডএস

অরিজিৎ সিং টাইগার ৩ সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর