Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উষ্ণতায় শ্রাবন্তী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ১৬:৪৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৮:০১

টলিউডের বর্তমানের শীর্ষ নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পর্দায় অসংখ্য সম্পর্কের সমীকরণ মিলালেও ব্যক্তিজীবনে কেন জানি সুখ দানা বাঁধছে না তার। এরমধ্যে কয়েকবার বিয়ে ভাঙলেও নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। পেশাদার জীবনে নিজের ব্যক্তিজীবনের প্রভাব পড়তে দেন না তিনি। মাঝে মাঝেই শ্রাবন্তীর নতুন প্রেমের জল্পনা ওঠে চরমে। তবে এসব একেবারেই পাত্তা দেন না তিনি। বরং শ্রাবন্তী থাকেন নিজের মেজাজে। সাহসী মন্তব্য রাখতেও পিছনা হননি তিনি।

বিজ্ঞাপন

সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। কিন্তু নিজের এগিয়ে চলা থামাননি শ্রাবন্তী। অভিনেত্রীর মতে নিজের অন্তর মনকে জানার সবচেয়ে ভাল উপায় বেড়ানোর এই দিন গুলো। তাই তো নিজেকেই উন্মুক্ত প্রকৃতির সাম্রাজ্যে সঁপে দিয়েছেন। কোথায় গিয়েছেন শ্রাবন্তী? তা জানা যায়নি। তবে একাধিক ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন অভিনেত্রী।

মাথার উপর খোলা আকাশ। পায়ের তলায় জলের শীতলতা। তার মাঝেই গোলাপি বিকিনি টপে সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছুটির দিনে যেন সোশাল মিডিয়ায় আগুন ধরালেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, আগামীতে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির জন্য অভিনেত্রীকে কখনও ঘোড়ায় চড়তে দেখা গিয়েছে, কখনও আবার তলোয়ার হাতে শিখেছেন যুদ্ধকলা।

সারাবাংলা/এএসজি

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর