Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ দিনে বাবাকে মনে পড়ছে জীবনের

আহমেদ জামান শিমুল
৩১ অক্টোবর ২০২৩ ২০:৩৩

দেড় যুগ ধরে ঢাকায় বাস করেন রবিউল ইসলাম জীবন। পেশায় বিনোদন সাংবাদিক এ গীতিকবি গান লিখে বহুবার পুরস্কার পেয়েছেন। কিন্তু ‘শ্রেষ্ঠ গীতিকার’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এবারই প্রথম। ২০২২ এ ‘পরাণ’-এর ‘ধীরে ধীরে তোর স্বপ্নে’ গানটির জন্য এ পুরস্কার প্রাপ্তি। আনন্দমুখর এ দিনে কিছুটা হলেও বেদনার ছোঁয়া তার হৃদয়ে।

জীবনের বয়স যখন চার তখন তিনি বাবাকে হারান। আজকের দিনে বাবাকে পেলে হয়ত অনেক খুশি হতেন। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি নিশ্চয় অনেক বড় পুরস্কার। অনেক আনন্দ হচ্ছে। একই সঙ্গে বাবাকেও মনে পড়ছে। ভাবছি তিনি বেঁচে থাকলে কতই না আনন্দিত হতেন’,─ বলেন জীবন।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘ধীরে ধীরে তোর স্বপ্নে’ গানটি লেখা হয়েছিল ২০১৭ সালে রায়হান রাফির ‘দহন’ ছবির জন্য। কিন্তু সে ছবিতে অবশ্য গানটি ব্যবহার না করে ‘পরাণ’-এ ব্যবহার করা হয়। জীবন বলেন, ‘পরাণে গানটি ব্যবহারের দর্শক-শ্রোতারাও যেমন পছন্দ করলো, জুরি বোর্ডও পছন্দ করলো। এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’

পুরস্কার প্রাপ্তিতে সামনে আরও ভালো গান লেখার দায়িত্ব বাড়িয়ে দিল বলে জানান জীবন। তিনি বলেন, এখন থেকে আরও আরও ভালো গান লেখার দায়িত্ব এসে কাঁথে এসে পড়লো। আমি চেষ্টা করবো সে দায়িত্ব ঠিকঠাক পালন করতে।

রবিউল ইসলাম জীবন বর্তমানে সাংবাদিক হিসেবে বাংলা ট্রিবিউনে কর্মরত রয়েছেন। গীতিকবি হিসেবে তিনি ৭ শতাধিক গান লিখেছেন। তিনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ অনেকবার সেরা গীতিকার হিসেবে পুরস্কার পেয়েছেন।

সারাবাংলা/এজেডএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ধীরে ধীরে তোর স্বপ্নে রবিউল ইসলাম জীবন শ্রেষ্ঠ গীতিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর