সেরা ছবির পুরস্কার পেলেন নুহাশ
৪ নভেম্বর ২০২৩ ১৬:১৮
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল চার পর্বের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটি ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ হিসেবে ৩১তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেছে।
স্বাধীন ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব বলা হয় রেইনড্যান্স উৎসবকে। গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘পেট কাটা ষ’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হওয়ায় উচ্ছ্বসিত নুহাশ। গুরুত্বপূর্ণ অর্জনে নুহাশকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা ফারুকী, রেদওয়ান রনিসহ অনেকে।
গত বছর মুক্তি পাওয়া সিরিজটির চারটি পর্বের নাম ছিল─‘মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলো মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়।
সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু প্রমুখ।
সারাবাংলা/এজেডএস