Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটিতেও রেকর্ড গড়ল ‘জাওয়ান’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ নভেম্বর ২০২৩ ১৬:৩১

একের পর এক রেকর্ড করছেন শাহরুখ খান। ২০২৩টা যেন শুধুই শাহরুখের। একই বছরে ‘পাঠান’-এর পর ‘জাওয়ান’। সিনেমাহলে প্রায় ৮ সপ্তাহ ধরে চলছে এই ছবি। বিশ্বব্যাপী কালেকশন ভারতীয় মুদ্রায় ১১০০ কোটি টাকারও বেশি। শুধুমাত্র ভারতেই এই ছবি ৭৫০ কোটির বেশি আয় করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার পর বলিউড বাদশার এই ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যার্টফর্ম ‘নেটফ্লিক্স’-এ। আর এবার সেখানেও রেকর্ড গড়ল ‘জওয়ান’। তথ্য বলছে, ঘণ্টায় ১৪.৯ মিলিয়ন ভিউ হয়েছে এই ছবির। এছাড়া ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ‘জওয়ান’ ৫.২ মিলিয়ন মানুষ দেখেছেন।

বিজ্ঞাপন

নেটফ্লিক্স-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, জওয়ান ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে বিশ্বের সেরা ১০টি ইংরেজি নয় এমন ছবির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। তাই প্রযুক্তিগতভাবে, এই তালিকাটি শাহরুখ অভিনীত এই ছবির মাত্র ৪ দিনের তথ্য। আর তাই এটি আরও বেশি দর্শক দেখে ফেলেছেন বলেই মনে করা হচ্ছে।

‘জওয়ান’র দ্বৈত চরিত্রে রয়েছেন শাহরুখ খান

‘জওয়ান’র দ্বৈত চরিত্রে রয়েছেন শাহরুখ খান

অন্য একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে ভিউ-এর হিসাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাতার এবং সিঙ্গাপুরের মতো এশিয়ান দেশগুলিত ‘জওয়ান’ ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে প্রথম স্থানে রয়েছে। আর এশিয়ার বাইরে, কেনিয়া, মরক্কো এবং নাইজেরিয়াতেও প্রথমসারির ছবিগুলির মধ্যে রয়েছে। জানা যাচ্ছে মোট ১৮টি দেশে ‘জওয়ান’ প্রথম ১০-এ স্থান করে নিয়েছে।

প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আনকাট ভার্সানে মুক্তি পেয়েছে। অর্থাৎ সেন্সর বোর্ডের নির্দেশে ছবির যে দৃশ্যগুলি বাদ পড়েছিল, ওটিটি-তে সেসব কোনওকিছু বাদ না দিয়েই মুক্তি পেয়েছে। আর সেকারণেই এই ছবিটি ওটিটি-তে আবারও দেখে ফেলার জন্য একটা বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য ‘জওয়ান’র দ্বৈত চরিত্রে রয়েছেন শাহরুখ খান। আর এছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি সহ অন্যান্যরা।

সারাবাংলা/এএসজি

ওটিটিতেও রেকর্ড গড়ল ‘জাওয়ান’ শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর