Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ প্রেক্ষাগৃহে আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৪:০৩

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভালোবাসা ও অ্যাকশননির্ভর গল্পে নির্মিত আদর আজাদ ও মানসী প্রকৃতি জুটির সিনেমা ‘যন্ত্রণা’। শুক্রবার (১০ নভেম্বর) দেশজুড়ে ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

পরিচালক বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিয়েছি। দ্বিতীয় সপ্তাহে এ সংখ্যা আরো বাড়বে। প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।’

বিজ্ঞাপন

মানসী প্রকৃতি বলেন, ‘লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। পুষ্পকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। বাণিজ্যিক সিনেমায় অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

আদর আজাদ বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।’

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে রবিন ইসলাম।

বিজ্ঞাপন

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন—শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।

সারাবাংলা/এজেডএস

আদর আজাদ মানসী প্রকৃতি যন্ত্রণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর