Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ আর রহমানের কাণ্ডের তীব্র প্রতিবাদ সুজিত মোস্তফার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৮:২৮

ওয়েব ফিল্ম ‘পিপ্পা’-র জন্য কাজী নজরুলের বিখ্যাত গান ‘কারার ওই লৌহকপাট’ গানটি নতুন করে সুর করেছেন এ আর রহমান। অস্কারজয়ী এ ভারতীয় সুরকারের গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দেশ-বিদেশের সকল নজরুলপ্রেমীরা এক বাক্যে বলছেন গানটি কোনভাবেই মূল গানের ভাবের সঙ্গে যায় না। উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফাও এ আর রহমানের মত সুরকারের এমন কাণ্ডে ব্যাথিত হয়েছেন। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

সুজিত মোস্তফা বলেন, ‘এরকম একটা বিষয় ঘটুক, আমি কখনোই চাইনি। এটি নজরুলের নিজের সুর করা অত্যন্ত জনপ্রিয় একটি গান। এই গানে এভাবে হাত দেয়া মানে ক্রিয়েটরদের মরাল রাইটের আর কোনো অস্তিত্ব থাকলো না। আমি ব্যক্তিগতভাবে নজরুলের গানে মাত্র দুটো জিনিস চেয়েছি। এক হচ্ছে, আদি রেকর্ড উদ্ধারের পূর্বে ভিন্ন সুরে তার বেশ কিছু গান জনপ্রিয় হয়ে গেছে, তার বিপুল সৃষ্টির তুলনায় এই সংখ্যাটা এমন কিছু বেশি নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নজরুল যেন টিকে থাকেন এটলিস্ট তার কথাগুলো যেন টিকে থাকে এই গানগুলোর মাধ্যমে, তাই আদি সুরের পাশাপাশি এই সুরগুলোকে আমি সমর্থন দিয়েছি। আর নজরুল গায়কীর মধ্যে ইমপ্রোভাইজ করাটা সক্ষম শিল্পীদের জন্য যেন মুক্ত থাকে সেটাই কামনা করেছি। এইটুকুর জন্য আমাকে যেভাবে একপক্ষ বানিয়ে, দোষী বানিয়ে একটা দল সমানে ঢোল পিটিয়ে যাচ্ছে, এ আর রহমানের ক্ষেত্রে এবার তারা কী পদক্ষেপ নেয় সেটি আমি দেখতে চাচ্ছি। এ আর রহমান এবং তার সঙ্গে যারা অংশ নিয়ে এই কাণ্ডটি করেছে তাদের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘পিপ্পা’ ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যশোরের গরিবপুর যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। এ আর রহমানের সংগীতায়োজন করা ‘কারার ওই লৌহকপাট গানটিতে কণ্ঠ দিয়েছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযূষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

এ আর রহমান কারার ওই লৌহ কপাট সুজিত মোস্তফা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর