এফডিসিতে পিকনিক করা প্রতিষ্ঠানকে শোকজ করা হচ্ছে
১৫ নভেম্বর ২০২৩ ১৫:৪৩
অনুমতি ছিল রিয়েলেটি শোয়ের, কিন্তু করা হয়েছে পিকনিক। আর তা করা হয়েছে এফডিসির মত জননিরাপত্তার তালিকাভুক্ত (কেপিআই) এলাকায়। অথচ তা জানতেন না এফডিসির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। শুরু হয়েছে তোড়জোড়। নেওয়া হচ্ছে আইনি অ্যাকশন। তারই অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রথমে দেওয়া হচ্ছে শোকজ নোটিশ।
সারাবাংলাকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া ও অতিরিক্ত পরিচালক (বিক্রয়) মো. রফিকুল ইসলাম। হিমাদ্রি বড়ুয়া বলেন, এমডি স্যার ঘটনাটি শুনে ক্ষুদ্ধ হয়েছেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছেন। একই সঠিক তদন্ত করে প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী শাস্তি দিতে বলেছেন।
মো. রফিকুল ইসলাম বলেন, রিয়েলিটি শোয়ের নামে পিকনিক করা প্রতিষ্ঠানের নাম জিসান এন্টারপ্রাইজ। এর কর্ণধারের নাম আবদুর রউফ শিকদার। আমরা প্রথম পর্যায়ে ৫-৭ দিনের সময় দিয়ে প্রতিষ্ঠানটিকে শোকজ নোটিশ দিতে যাচ্ছি। ইতোমধ্যে ফাইল এমডি স্যারের টেবিলে। উনি আজকের (১৫ নভেম্বর) মধ্যে স্বাক্ষর করলে আজকেই নোটিশ পাঠিয়ে দিবো।
তিনি জানান, ঘটনার দিন শুক্রবার (১০ নভেম্বর) অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় তারা এ সুযোগটি নিয়েছে। যা আমাদের জন্য বিব্রতকর। কিন্তু আমরা বিষয়টিকে এমনিতে ছেড়ে দিচ্ছি না। তাই অ্যাকশনে যাচ্ছি।
উল্লেখ্য, গেল ১০ নভেম্বর এসএসসি ৯৩ ব্যাচের ছাত্রছাত্রীরা একটি ফেসবুক গ্রুপ ‘স্বপ্নের ৯৩’-এর ব্যানারে এ পিকনিক আয়োজন করে। সকাল ৮টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয় আয়োজনটি। তারা সেখানে রান্না করে, খাওয়া দাওয়া করে। সারাদিন পুরো এফডিসিতে ঘুরে বেড়িয়েছে। নানা স্পটে বিনা বাধায় ছবি তুলেছে, ভিডিও করেছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে চলচ্চিত্রাঙ্গনে তোলাপাড় সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ এফডিসিতে রিয়েলিটি শোয়ের অনুমতি নিয়ে পিকনিক, জানে না কর্তৃপক্ষ!
সারাবাংলা/এজেডএস