Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা জুনিয়র’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৯:০৫

আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা জুনিয়র’। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে এই শো। স্কয়ার গ্রুপের কর্মীদের ৬ থেকে ১২ বছরের সন্তানরা অংশ নিয়েছেন এই রিয়েলিটি শোতে। শুক্রবার (১৭ নভেম্বর) থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে অডিশন ও গ্রুমিং রাউন্ডের অংশ বিশেষ।

অডিশন রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন রন্টি দাস ও কামরুজ্জামান রাব্বি। পুরো আয়োজনের প্রশিক্ষক হিসেবে প্রতিযোগীদের সাথে থাকবেন তারা দুজন। শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হবে ১০ জন সেরা প্রতিযোগী নিয়ে স্টুডিও রাউন্ড। এই রাউন্ডে মূল বিচারকের আসনে থাকবেন ফাহমিদা নবী, পিন্টু ঘোষ ও মেহের আফরোজ শাওন।

বিজ্ঞাপন

আয়োজনটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘আমরা বেশ আগে থেকেই এই রিয়েলিটি শোয়ের কাজ করছি। এরইমধ্যে অডিশন এবং স্টুডিও রাউন্ডের শুটিং সম্পন্ন হয়েছে। এবার দর্শকের সামনে আসার পালা। আশা করি অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘শিশুরা বরাবরই আমার খুব প্রিয়। শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। এই প্রতিযোগিতায় অনেকদিন ধরে শিশুদের সঙ্গে থাকতে পেরে, কাজ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমরা অনেক মজা করে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছি, গান শুনেছি। সবচেয়ে ভালো লাগে কোমলমতি শিশুরা কি সুন্দর করে বাংলা গানের চর্চা করে। তারা খুব সিরিয়াস নিজেদের কাজে। এটা দেখে খুব আশান্বিত হই। কারণ এই শিশুরাই তো আমাদের আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় রিয়েলিটি শোটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

সারাবাংলা/এজেডএস

মাছরাঙা টেলিভিশন স্কয়ার সুরের সেরা জুনিয়র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর