Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পীদের মানববন্ধন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৮:০৩

‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’ এমন ব্যানারে শোবিজ অঙ্গনের শিল্পীরা মানববন্ধন করেছেন হরতাল-অবরোধের বিরুদ্ধে। শনিবার (১৮ নভেম্বরে) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, তারিন জাহান, সালাহউদ্দিন লাভলু, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা নিপুন, মাহিয়া মাহি, তানভিন সুইটি, অভিনেতা তুষার খান, সংগীতশিল্পী ধ্রুব গুহ, এসডি রুবেল, জোতিকা জ্যোতি সহ অনেক শিল্পী ও পরিচালক।

বিজ্ঞাপন

অভিনেত্রী শমী কায়সার বলেন,“সবাই বলে সংলাপ করেন, সবার সাথে সংলাপ করেন। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীন রাষ্ট্রে যারা বিশ্বাস করেনি, স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে যারা ছিল, তাদের সঙ্গে বসে কখনও দেশ বিনির্মাণের গল্প হয় না।”

ফেরদৌস বলেন, ‘আমার বাচ্চারা আজ বন্ধের দিনে পরীক্ষা দিচ্ছে। অবরোধের কারণে তারা রবিবার অনলাইন ক্লাস করছে। বাচ্চারা যখন এ বিষয়গুলো জানতে চায় আমরা উত্তর দিতে পারি না। তারা ভিন্ন মানসিকতা নিয়ে বেড়ে উঠছে। এখনকার শিক্ষার্থীরা হরতাল-অবরোধ চায় না, কারণ স্মার্ট হিসেবে গড়ে উঠছে। বর্তমান সরকারের দোষ কী? পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করেছে এগুলো? এগুলো কারও দোষ হলে আমরা সেই দোষীর পক্ষেই রয়েছি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় জয়ী করতেই সকল শিল্পী সমাজ এখানে দাঁড়িয়েছে।’

মানববন্ধনে উপস্থিত শিল্পীরা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এজেডএস

অবরোধ মানববন্ধন হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর