Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিস ইউনিভার্স হলেন ডেমি লি


২৭ নভেম্বর ২০১৭ ১২:৩৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১৩:৩৯

বিনোদন ডেস্ক

২০১৭ সালে মিস ইউনিভার্স হয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি ডেমি-লি নিল-পিটার্স। প্রথম রানারআপ হয়েছেন ২২ বছর বয়সী ‘মিস কলম্বিয়া’ লরা গঞ্জালিজ। আর দ্বিতীয় রানারআপ ২১ বছর বয়সী ‘মিস জ্যামাইকা’ ডেভিনা ব্যানেট। অনুষ্ঠান শেষে ডেমি-লি নিল-পিটার্সকে মুকুট পরিয়ে দেন গত বছরের ‘মিস ইউনিভার্স’ ইরিস।

নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনায় গ্রাজুয়েশন করা ডেমি লি বড় হয়ছেন দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে। পড়াশোনার পাশাপাশি তিনি নারীদেরকে আত্মরক্ষার কৌশল শিখিয়ে থাকেন। একবছর আগে একবার অপহৃত হয়েছিলেন। পরে মৃত্যুর মুখ থেকে ফিরেও এসেছেন। তাই মডেলিংয়ের পাশাপাশি আত্মরক্ষার প্রশিক্ষণ জানাকেও গুরুত্বপূর্ণ মনে করেন ডেমি।

চূড়ান্ত অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নারীর অধিকার নিয়ে ডেমি বলেন, ‘অনেক জায়গায় মেয়েরা একই পরিশ্রমে ছেলেদের তুলনায় ৭৫ শতাংশ পারিশ্রমিক পায়। আমি বিশ্বাস করি, এটি সঠিক নয়। নারী-পুরুষের সমঅধিকার অবশ্যই দরকার। সেই সঙ্গে কর্মক্ষেত্রে কোন নারী যেন যৌন হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর