পাঠানের রেকর্ড ভেঙ্গে ফেললো অ্যানিমেল
২ ডিসেম্বর ২০২৩ ১৯:১৩
ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। ছবিটি প্রথম দিনের আয়ে শাহরুখ খানের পাঠানকে ছাড়িয়ে গেছে। ‘পাঠান’ মুক্তির দিন ভারত থেকে আয় করেছিল ৫৫ কোটি রুপী। আর অ্যানিমেল আয় করেছে ৬০ কোটি রুপী। বিশ্বজুড়ে পাঠানের আয় ছিল ১০৬ কোটি, আর অ্যানিমেলে ১১৬ কোটি রুপী।
ভারতীয় বক্স অফিস রিপোর্ট বলছে, ‘অ্যানিমেল’ হিন্দি ভার্সন থেকে এসেছে ৫০ কোটি, তেলেগু থেকে ১০ কোটি, তামিল থেকে ৪০ লাখ, কন্নড় থেকে ৯ লাখ এবং মালায়ালাম থেকে ১ লাখ রুপি আয় করেছে ছবিটি।
শুক্রবার ভারত সহ বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ মুক্তির পর নতুন ইতিহাস সৃষ্টির করবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষক থেকে সিনে সমালোচকরা। অনেকেই ধারণা করেছিলেন, রণবীর কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমেল’!
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।
সারাবাংলা/এজেডএস