কেরালা উৎসবে চঞ্চলের ‘পদাতিক’
২ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৭
কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন ‘পদাতিক’-এ। ছবিটিতে তিনি উপমহাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি এবার প্রদর্শিত হচ্ছে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
গত অক্টোবরে সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে। সেখানে দারুণ প্রশংসিত হয় সিনেমাটি।
এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে সিনেমাটি। উৎসবের ইন্ডিয়া সিনেমা নাউ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে এটি প্রদর্শিত হবে। ৮ দিনব্যাপী উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১৫ তারিখ। উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার।
এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন কর্ম ও সময়ের গল্প নিয়েই ‘পদাতিক’। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
সারাবাংলা/এজেডএস