Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ টাকা

এন্টারটেইনমেন্টঁ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৩ ২০:১৭

চিত্রনায়ক ফেরদৌস আওয়ামী লীগ থেকে ‘ঢাকা-১০’ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে প্রত্যেক প্রার্থীকে তাদের সম্পদের হিসাব হলফনামা আকারে জমা দিতে হয়। সে হফলনামায় ফেরদৌস তার বাৎসরিক আয় দেখিয়েছেন ৫০ লাখ ৪৬ হাজার ৪৯৭ টাকা। তার কোনো ব্যাংক ঋণ নেই বলেও সেখানে বলা হয়েছে।

হলফনামা থেকে জানা গেছে, নায়ক ফেরদৌসের নগদ টাকার পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার ৬৫৮ টাকা। ব্যাংকে রয়েছে ৩১ লাখ ৫৭ হাজার ৯৯৭ টাকা, বিভিন্ন কোম্পানিতে শেয়ার রয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকার। এ ছাড়া স্থায়ী আমানতের বিপরীতে বিনিয়োগ ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ২৯৬ টাকা। ২০ লাখ টাকা মূল্যের ব্যক্তিগত গাড়িও রয়েছে তার। ব্যবসায় পুঁজি রয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩১০ টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

বিজ্ঞাপন

হলফনামায় নায়ক ফেরদৌস বলেন, আমি একক বা যৌথভাবে বা আমার ওপর নির্ভরশীল কোনো সদস্য অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ঋণ গ্রহণ করিনি।

সারাবাংলা/এজেডএস

ফেরদৌস সম্পত্তি হলফনামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর