বিদেশি ছবিতে বাংলাদেশি শিল্পীদের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত
১২ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৮
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হল ‘বিদেশি চলচ্চিত্রে বাংলাদেশি শিল্পীদের ভূমিকা মূল্যায়ন’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক, নির্বাচিত গবেষক অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি।
চলচ্চিত্র শিল্প উন্নয়নের লক্ষ্যে যৌথ প্রযোজনায় আরো বেশি চলচ্চিত্র হওয়া প্রয়োজন। এতে বিদেশি চলচ্চিত্র শিল্পের অভিজ্ঞতায় বাংলাদেশী চলচ্চিত্র সমৃদ্ধি হবে বলে মনে করেন সেমিনারের আলোচকগণ।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক হাবিবুর রহমান খান, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র পরিচালক প্রযোজক কাজী হায়াৎ। এছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও শিল্প সমালোচক মঈনু্দ্দীন খালেদ, চলচ্চিত্র পরিচালক প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব ও এম এম জাহিদুর রহমান বিপ্লব। গবেষণার তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও সমালোচক রফিকুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি। সেমিনার সঞ্চালনা করেন আর্কাইভের উপ-পরিচালক আরিফ সাদেক।
সারাবাংলা/এজেডএস
জ্যোতিকা জ্যোতি বিদেশি চলচ্চিত্রে বাংলাদেশি শিল্পীদের ভূমিকা মূল্যায়ন