বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু মাহির
১২ ডিসেম্বর ২০২৩ ১৮:২৫
জনপ্রিয় চিত্রনায়িকা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এ নায়িকা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান। বিষয়টি নিশ্চিত করেছেন মাহি নিজেই।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই, আমি যেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে; আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।’
মাহি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। প্রাথমিক যাচাই বাছাইয়ে রাজশাহীর রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি আপিল করলে নির্বাচন কমিশন থেকে তা ফেরত পান সোমবার (১১ ডিসেম্বর)।
সারাবাংলা/এজেডএস