Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ২০:১১

বাসার সিড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি জানান, জানান, মঙ্গলবার সকালেই ঊর্মিলার সঙ্গে কথা হয়েছে। ও বলল, সামান্য আঘাত পেয়েছে। এটা সিরিয়াস কিছু না। বিপদ এড়াতে চিকিৎসক কয়েকটি পরীক্ষা দিয়েছেন। সেগুলোর রিপোর্ট পেলেই বাড়ি ফিরবেন উর্মিলা।

বিজ্ঞাপন

জানা যায়, সিটি স্ক্যান করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চেও হৃদযন্ত্রের সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

সারাবাংলা/এজেডএস

ঊর্মিলা শ্রাবন্তী কর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর