Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরা দেশে এমিজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৮

বয়স হয়েছিল মাত্র ৬১ বয়স এমিজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওরের। এ বয়সেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (১১ ডিসেম্বর) তিনি মারা যান।

তার ম্যানেজার জেনিফার অ্যালেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমকে ভ্যারাইটিকে জানান, ‘অল্প কিছুদিনের অসুস্থতার মাঝেই মারা যান আন্দ্রে।’ তার অভিনীত ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’ ও ‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজের জন্য সব থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন আন্দ্রে ব্রাওর।

বিজ্ঞাপন

১৯৬২ সালে ১ জুলাই শিকাগোতে জন্ম হয় অভিনেতা আন্দ্রে ব্রাওর এর। সেন্ট ইগনাশিয়াস কলেজ প্রিপে থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি। পরবর্তীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা বৃত্তি অর্জন করেন এবং সেখান থেকেই তিনি ১৯৮৪ সালে থিয়েটারে বিএ সহ স্নাতক হন। এরপর তিনি বিখ্যাত জুলিয়ার্ড স্কুলের ড্রামা বিভাগে যোগ দেন, যেখান থেকে তিনি ১৯৮৮ সালে স্নাতক পাশ করেন।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশি পদ্ধতি নিয়ে বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান আন্দ্রে। পরবর্তীতে এনবিসি নাটক ‘হোমিসাইড: লাইফ অন দ্য লাইফ অন দ্য এনবিসি’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন তিনি।

১৯৯৮ সালে ‘হোমিসাইড: লাইফ অন স্ট্রিট’-এ গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের ভূমিকার জন্য এমি জিতে নেন আন্দ্রে ব্রাওর। পরবর্তীতে ২০০৬ সালে দ্বিতীয়বারের মত এফএক্স মিনি-সিরিজ ‘থিফ’-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে এমি জিতেছিলেন তিনি।

এছাড়াও ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘রাইজ অব দ্য সিলভার সার্ফার’র মতো সিনেমায় দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আন্দ্রে ব্রাওর এমি জয়ী

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর