Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার থেকে দেশের হলে চলবে ‘মানুষ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:০৯

ভারতীয় বাংলা ছবি ‘মানুষ’ দেশের সিনেমা হলে মুক্তি পাবে শুক্রবার (১৫ ডিসেম্বর)। ছবিটি দেশে সাফটা চুক্তি আওতায় আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

আমদানিকারক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, মঙ্গলবার ‘মানুষ’ সেন্সরে জমা দেয়া হয়েছে। বুধবার অথবা বৃহস্পতিবার সেন্সর পেলে আগামী শুক্রবার মুক্তি পাবে।

এর আগে ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও ‘মানুষ’ মুক্তি দিতে চেয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে জাজকে ছবি আনার অনুমতি দেয়নি মন্ত্রণালয়। জাজ না পেলেও অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন ছবিটি বাংলাদেশে আনছেন; যিনি পাঠান, জওয়ান, অ্যানিমেল ছবিগুলো বাংলাদেশে মুক্তি দিয়েছেন।

জিতকে নিয়ে ‘মানুষ’ ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষিক্ত হয়েছেন সঞ্জয় সমদ্দার। তিনি চেয়েছিলেন, তার প্রথম ছবিটি যেন বাংলাদেশে মুক্তি পায়। বলেন, আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন।

২৪ নভেম্বর পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত ‘মানুষ’।

সারাবাংলা/এজেডএস

জিত মানুষ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর