কলকাতার টিভিতে সুস্মিতা আনিসের গান
২০ মে ২০১৮ ১৭:৪৪ | আপডেট: ২০ মে ২০১৮ ১৮:৩৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নজরুল সংগীত দিয়েই জীবনের প্রথম পুরস্কার পেয়েছিলেন সুস্মিতা আনিস। পরবর্তীতে অনুগত হয়ে ওঠেন দেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের। নজরুল সংগীত প্রচার ও প্রসারে কাজ করে যেতে চান এই শিল্পী। আর সে কারণেই আসছে নজরুল জন্মজয়ন্তীতে কলকাতার চারটি টিভি চ্যানেলে হাজির হতে যাচ্ছেন সুস্মিতা আনিস।
২৬ মে কলকাতার সিটিভিএন টিভির ‘দুখু মিয়া’ অনুষ্ঠানের মাধ্যমে সুস্মিতার কলকাতার সফর শুরু। ২৭ মে আরপ্লাসে ‘গুড মর্নিং বাংলা’ অনুষ্ঠানে নজরুলের গান গাইবেন তিনি। ২৯ মে ‘আজি প্রভাতে’ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা যাবে রূপসীবাংলা টিভিতে। ৩০ মে তারা টিভির ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে থাকবেন তিনি।
এই চারটি টিভিতে নজরুল সংগীত পরিবেশনের পাশাপাশি তিনি আলোচনা করবেন নজরুলের জীবন ও দর্শন নিয়ে। কলকাতার রবীন্দ্রসদনে সরকারি একটি অনুষ্ঠানেও নজরুল সংগীত পরিবেশনের কথা রয়েছে তার।
গুলজারের পরিচালনায় তৌকীর আহমেদ
২৫মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে ২১মে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ সরাসরি অনুষ্ঠানে নজরুল সংগীত গাইবেন তিনি।
এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘নজরুল সংগীতের সরাসরি পরিবেশনা এবং মিউজিক ভিডিওর মাধ্যমে নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। আমি গানের মাধ্যমে জীবনকে উপভোগ্য করতে চাই।’
বাজারে সুস্মিতা আনিসের চারটি গানের অ্যালবাম রয়েছে। যার দুটি নজরুল সংগীতের অ্যালবাম আর অন্যদুটি আধুনিক বাংলা গানের।
সারাবাংলা/পিএ