Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ওটি‌টি‌তে ‘অন্তর্জাল’, দেখা যা‌বে ফ্রিতে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১৬:২৪

দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত ছবিটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে। ২১ ডিসেম্বর থেকে সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন।

বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই-এর গল্প দেখা যাবে ‘অন্তর্জাল’ সিনেমায়। যে লড়াই এ তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে। সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা ও সংকল্পকে ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমাতে।

বিজ্ঞাপন

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিয়াম, মিম, সুনেরাহ। এছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ। এই বছরের ২২ সেপ্টেম্বর দেশের সিনেমা হলে ‘অন্তর্জাল’ মুক্তি পায়।

সারাবাংলা/এজেডএস

অন্তর্জাল ওটিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর