থার্টি ফার্স্টে আসবে ‘ওমরের’ ফার্স্ট লুক
২০ ডিসেম্বর ২০২৩ ১৭:০০
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘ওমর’। তার আগের ছবিগুলোর এক্ষেত্রে শুটিংয়ের ছবি, ভিডিও শুটিং চলাকালীন অনেকটাই প্রকাশিত হলেও এবার তা হতে দেননি। রীতিমত সেটে নিষেধাজ্ঞার ব্যানার টাঙানো ছিল। শিল্পী, কলাকুশলীদের প্রতি কড়া নির্দেশনা ছিল কোন ছবি, ভিডিও যাতে প্রকাশ না হয়। হয়েছেও তাই। দর্শকরা কোনো কিছুই এখন পর্যন্ত দেখেননি। থার্টি ফার্স্টে অর্থাৎ বছরের শেষ দিন আসবে ছবিটির প্রথম লুক।
২৫দিনে পুরো শুটিং শেষ করেছেন পরিচালক। তিনি বলেন, শুটিংয়ের বিষয়টি কাউকে জানাবো না এটা আগেই ঠিক করেছিলাম। এ কারণে কাউকে কোনো ছবি তুলতে দেয়া হয়নি। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিংও শেষ করেছি। এডিটিং চলছে। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ‘ওমর’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হবে। এরপর কোনো একটি উৎসবে মুক্তি দেয়ার ইচ্ছে আছে।
এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।
‘ওমর’র কাস্টিংয়ে চমক রেখেছেন নির্মাতা। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির জন্য বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এতে নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ। আরো থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।
সারাবাংলা/এজেডএস