‘সাঁতাও’ দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে
২১ ডিসেম্বর ২০২৩ ২২:৫৭
আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম ভিডিও’-তে মুক্তি পেয়েছে ‘সাঁতাও। খন্দকার সুমন পরিচালিত ছবিটি বিশ্বের সকল দর্শকের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মটিতে মুক্তি দেওয়া হয়েছে।
সুমন বলেন, ‘আমরা চাই বেশি সংখ্যক মানুষ ছবিটি দেখুক। চাই না হারিয়ে যাক। আগে দেখা যেত চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির পর তা হারিয়ে যায়। এই ওটিটি প্লাটফর্মের কারণেই এখন আমরা চলচ্চিত্রগুলো সারাজীবন জীবিত রাখতে পারি অর্থাৎ দর্শককে দেখাতে পারি। কিছুদিন আগে বায়স্কোপে যখন সিনেমাটি মুক্তি পেলো তখন খবর পেলাম বাংলাদেশের অনেক মানুষ সিনেমাটি দেখেছে। ‘সাঁতাও’ নিয়ে আমার চেষ্টা ছিল পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার। তাই বিভিন্ন ওটিটি প্লাটফর্মে যোগাযোগ করি যাদের নিজস্ব কিছু দর্শক আছে। অ্যামাজন প্রাইমে প্রায় ২০০ মিলিয়ন দর্শক আছে। ছবিটি সবার মাঝে ছড়িয়ে দেয়ার আকাঙ্খা থেকেই আন্তর্জাতিক এই ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটি আরও অনেক গুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছি। সেভাবে আলাপও হয়েছে।
ছবিটি এ বছরের ২৭ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। গেল অক্টোবরে দেশিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে ছবিটি মুক্তি পায়। সেখানে এখনও বিনামূল্যে ছবিটি দেখা যাচ্ছে।
এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি হয়েছিল ‘সাঁতাও’। খন্দকার সুমন পরিচালিত ছবিটি জলবায়ু, পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্রটি। গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক।
সারাবাংলা/এজেডএস