Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কবর’ গানে ফিরছেন নোবেল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৮:১৫

বর্তমান সময়ের বাংলাদেশ এবাং ভারতের কলকাতায় সমান জনপ্রিয় কন্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। খুব শিগগিরই ‘কবর’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন জনপ্রিয় এ শিল্পী।

স্যাড-মেলোডি ঘরানার গানটির গীত রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন সালমান জাইম। ইতোমধ্যে গানটির শুটিং এবং পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়েছে। সিলেটে শ্রীমঙ্গলে গানটির চিত্রায়ণ করা হয়েছে। গানটির মডেল হিসাবে অভিনয় করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির ও শাকিলা পারভীন। বিকাশ সাহা ক্যামেরায় মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রেজা মাহমুদ।

বিজ্ঞাপন

গানটির প্রসঙ্গে নোবেল জানান, ‘কবর’ গানটি আমার গাওয়া আমার মৌলিক গানের ক্যারিয়ারে বেস্ট একটি গান হতে চলেছে। আমি নিজে ও এ গানের প্রেমে পড়েছি। আশা করি আমার শ্রোতারা ও পড়বে। এ গানের মাধ্যমে অন্য এক নোবেলকে খুঁজে পাবে।

খুব শিগগিরই আর এস এল মিডিয়া প্রডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।

সারাবাংলা/এজেডএস

কবর নোবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর