Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাতা ধানুশের তৃতীয় ছবি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩৭

দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধানুশ নির্মাতা হিসেবে সফল। নির্মাণ করেছেন দুটি ছবি। তিনি বলেনও অভিনয়ের পাশাপাশি নির্মাণটাও নিয়মিত করে যেতে চান। তবে সময়ের অভাবে করতে পারেন না। তবে এবার আসছে তার পরিচালনায় তৃতীয় ছবি। শুক্রবার, প্রকাশ করেছেন ছবিটির কনসেপ্ট পোস্টার।

পোস্টারে দেখা যাচ্ছে নীল সমুদ্র। সাথে বেঞ্চ। বেঞ্চের উপরে কাগজের টুকরা। পোস্টারে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে ‘ডিডিথ্রি।’

সিনেমার ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ছবির নাম এবং কলাকুশলীদের তালিকা জানানো হয়নি এখনও। তবে পোস্টারে ২৪ ডিসেম্বরের কথা উল্লেখ করা থাকাতে ধারণা করা হচ্ছে ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে এই দিনেই।

বিজ্ঞাপন

ধানুশ এখন পর্যন্ত ৪৪টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মাঝে মারিয়ান, আনেগান, কোডি, মারি, পাতাস, বাডা চেন্নাই এবং কারনান অন্যতম।

সারাবাংলা/এজেডএস

ডিডিথ্রি ধানুশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর