Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট নবাবের জন্মদিনে


১৯ ডিসেম্বর ২০১৭ ১৪:২৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

জন্মের দিন থেকেই খবরের শিরোনাম সে। প্রথমদিন থেকেই হয়ে আছেন সবার মধ্যমনি। কি করছেন? কি খাচ্ছেন? সবকিছুই যেন জানতে হবে ভারতবাসীর। দেশ ও দেশের বাইরে, কারোরই আগ্রহের কমতি নেই তাকে নিয়ে। আর হবেই বা না কেন? রাজকীয় পতৌদি পরিবার ও বলিউডের কাপুর খানদানের সন্তান সে। তৈমুর আলী খান।

বলিউড সুপারস্টার সাইফ আলী খান ও কারিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর। ২০ ডিসেম্বর ছোট নবাবের প্রথম জন্মদিন। কীভাবে কেক কাটবে ছোট নবাব? আর কী কী আয়োজন থাকছে সেখানে? কারা থাকবেন নবাবের ছেলের জন্মদিনে? সবাই যেন আড়ি পেতে আছেন এসব খবর জানার জন্য।

অন্দরমহলের ভেতরের কিছু খবর জানিয়েছেন কারিনার বড় বোন বলিউডের আরেক তারকা কারিশমা কাপুর। তিনি জানিয়েছেন, তৈমুরের জন্মদিন রাজকীয়ভাবে পালিত হলেও, সব হবে লোকচক্ষুর আড়ালেই। মুম্বাইতে না, হরিয়ানায় পতৌদির প্রসাদেই থাকবে যত আয়োজন। শুধুমাত্র পরিবারিক আত্মীয়-স্বজনরাই থাকবেন জন্মদিন উদযাপনের অতিথি তালিকায়।

বিজ্ঞাপন

ইতিমধ্যে পতৌদিতে উদযাপন পর্ব শুরু হয়ে গেছে পুরোদমে। কাজের চাপ ভালোই যাচ্ছে সাইফিনার। প্রস্তুতি নেয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবাবী জীবনের কিছুটা ঝলক দিয়েছেন কারিশমা। সাইফিনার সঙ্গে হাত লাগিয়েছেন কাজে।

পরিবারের বাইরে, অতিথিদের তালিকার কিছু নাম শোনা যাচ্ছে। বলিউড দুনিয়ার মালাইকা আরোরা, অমৃতা আরোরার নাম জানা গেছে। এছাড়া কারিনার বেবো গ্যাংয়ের অনেকেই থাকবেন অনুষ্ঠানে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম করণ জোহর। ইয়াস ও রোহি- দুই সন্তানকে নিয়েই ছোট নবাবের জন্মদিনে যোগ দেবেন করণ।

সারাবাংলা/পিএ/পিএম

কারিনা কাপুর তৈমুর আলী খান সাইফ আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর