Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে দুই দেশে হুব্বা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩ ২২:০৪

ইতোমধ্যে টিজার ট্রেলারে আলোড়ন তুলেছে ‘হুব্বা’। কলকাতার এ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে একদিনে মুক্তির ব্যবস্থা করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। এমটাই তারা ঘোষণা দিয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘হুব্বা’ সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকেন। সিনেমাটিতে হুব্বার জীবনের উত্থান-পতন ও অন্ধকার দিক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। এর ট্রেইলার অনলাইনে দেখে আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ ‘হুব্বা’ বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে।’’

‘হুব্বা’ সিনেমার কাহিনিপট বর্ণনা করে এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে পরিচালক ব্রাত্য বসু বলেন, ‘‘থ্রিলার-কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই সিনেমা। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চেয়েছিলেন। যতবারই তাকে গ্রেপ্তার করে পুলিশ, ততবারই জামিনে বেরিয়ে যান। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই সিনেমার মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’’

‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, পৌলোমী বসু, গম্ভীরা ভট্টাচার্য, লোকনাথ দে, অশোক মজুমদার, অনুজয় চ্যাটার্জি, সৌম্য সেনগুপ্ত, সুমিত কুমার রায় প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

মোশাররফ করিম হুব্বা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর