বছরের শেষ দিনে ‘সাঁতাও’ চলবে ৬৩ জেলায়
৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২
আগামীকাল বছরের শেষ দিন। এ দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৩ জেলায় ‘সাঁতাও’ চলচ্চিত্র প্রদর্শিত হবে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৬৩ জেলায় একযোগে বিকেল ৪ টায় চলচ্চিত্রটি বড় পর্দায় দেখা যাবে। ১৭টি চলচ্চিত্র নিয়ে ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত ‘গণজাগরণে চলচ্চিত্র উৎসব’-এর অংশ হিসেবে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক ইকরামুল ইসলাম বলেন, গণজাগরণে শিল্প আন্দোলনের মাধ্যমে, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাওয়ার আকাঙ্ক্ষায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় চলচ্চিত্র উৎসবটির আয়োজন করা হয়েছে। শৈল্পিক মানসম্পন্ন চলচ্চিত্র গুলো কেবল ঢাকা নয়, ঢাকার বাইরের দর্শকদের মাঝেও পৌঁছে যাবে এই আয়োজনে মধ্য দিয়ে।
পরিচালক খন্দকার সুমন বলেন, বড় পর্দায় একযোগে একটি চলচ্চিত্র ৬৩ জেলায় প্রদর্শিত হওয়া নিঃসন্দেহে বিস্ময়ের ব্যাপার। আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয়, সেখানেও এক যোগে ৬৩টি প্রদর্শনী হয় না। শিল্পকলা একাডেমি এবং মহাপরিচালক লিয়াকত আলী লাকী সব সময় সুস্থধারার চলচ্চিত্রের সাথে ছিলেন বলেই একযোগে এত গুলো প্রদর্শনী গণ-অর্থায়নে নির্মিত একটি চলচ্চিত্রের ভাগ্যে জুটল।
গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। কেবল অ্যামেরিকা এবং ইংল্যান্ড থেকে চলচ্চিত্রটি দেখা যাবে। বাংলাদেশ থেকে দেখতে হলে ‘বায়স্কোপ লাইভ’ অ্যাপস থেকে দেখতে হবে।
‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে ফিপ্রিসির সেরা চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয় চলচ্চিত্রটি। এটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে।
গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
‘সাঁতাও’ ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’-র আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কারে পুরস্কৃত হয়। ৫ মার্চ ভারতের কেরেলা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ৬ষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করে। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ অর্জন করে।
কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।
‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। ‘‘সাঁতাও’’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।
সারাবাংলা/এজেডএস