Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহতিম সাকিবের ‘তোকে ছাড়া বোঝে নারে মন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ২১:০৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ২২:১৪

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। তার কণ্ঠে নতুন গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মের ইউটিউব চ্যানেলে।

জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মেরাজ তুষার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে ঋতি ও সৌরভ ফার্সি। সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। প্রযোজনা ছিলেন সাইফুল আলম চৌধুরী। এটি নির্মিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মসের ব্যানারে। পরিচালনায় ছিলেন ওয়াহিদ বিন চৌধুরী ও মামুন খান। ক্যামেরায় ছিলেন সোহাগ খান। গানের শুটিং হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানসহ বিভিন্ন লোকেশনে।

বিজ্ঞাপন

প্রযোজক পারভেজ চৌধুরী জানান, অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন ওয়াহিদ বিন চৌধুরী প্রস্তাব রাখলেন শুধু ঘুরাঘুরি না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলার। সেখান থেকে মাহতিম সাকিবের গানটি বাছাই করি। আশা করছি দর্শক-শ্রোতা সবার গানটি ভালো লাগবে।

সারাবাংলা/এজেডএস

তোকে ছাড়া বোঝে নারে মন মাহতিম সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর