নৌকায় চড়ে ট্রাক হাতে নিয়ে নদী পার হলেন মাহি
১ জানুয়ারি ২০২৪ ২০:৪৩
মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রতীক ট্রাক। নির্বাচনী মাঠে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে বেশ শক্ত প্রতীদ্বন্দ্বিতা তৈরি করেছেন তিনি। দিন-রাত ছুটে বেড়াচ্ছেন ভোটের মাঠে। ভোটাদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। চেষ্টা করছেন প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে।
সে চেষ্টার একটি অংশ হিসেবে তিনি একটি এলাকায় যাচ্ছিলেন যেখানে নদী পার হয়ে যেতে হয়। ঘন কুয়াশায় নৌকার উপর স্বামী রকিব সরকারসহ ট্রাক হাতে দাঁড়ানোর নিজের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। যেখানে মজা করে ক্যাপশন দিয়েছেন, ‘বছরের প্রথম দিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে।’ তার ক্যাপশনটিতে আছে তিনিও নৌকার মানুষ, সেই ইঙ্গিত।
মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রথমে আওয়ামী লীগের হয়েই মনোনয়ন চেয়েছিলেন। তবে তিনি নৌকার টিকিট পাননি। কিন্তু জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানান তিনি। নির্বাচিত হলে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও আশীর্বাদ নিয়েই তিনি কাজ করতে চান। এলাকাবাসীর উন্নয়নে নিজেকে নিবেদিত করতে চান।
৭ জানুয়ারি জনগণের রায়ই বলে দিবে মাহি তার স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা।
সারাবাংলা/এজেডএস