Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে এলো ‘কবি’র লুক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ২৩:১২

নির্মাতা হাসিবুর রেজা কল্লোল শরিফুল রাজকে নিয়ে নির্মাণ করছেন ‘কবি’। সাধারণত কবি থেকে আমাদের মানসপটে ভেসে উঠে এলো চুল, কাঁধে ঝোলানো ব্যাগ, গায়ে ময়লা পাঞ্জাবি। কিন্তু নির্মাতা রেজা রাজকে আধুনিক লুকে উপস্থাপন করলেন ছবিটির ফার্স্ট লুক পোস্টারে।

কালো-লাল শেডে নকশা করা পোস্টারে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে শরিফুল রাজকে। কাঁচা-পাকা চুল-দাড়ি, কানে দুল ও চশমা ছিল তার। পোস্টারে এক দৃষ্টিতে এক দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে রাজকে।

বিজ্ঞাপন

এই সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা ইধিকা পাল। গত বছরের ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে ছবিটির শুটিং। বাকি অংশের দৃশ্যায়ন বাংলাদেশে হওয়ার কথা।

কবি সিনেমায় বাংলাদেশের অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অংশগ্রহণ করেছেন অনেকেই। ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/এজেডএস

কবি শরিফুল রাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর