Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্তর্জাল’, দুই সপ্তাহে ভিউ ১ কোটি মিনিট

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১৮:৩১

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল গেল ২১ ডিসেম্বর। মুক্তির দুই সপ্তাহে এক কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। দীপংকর দীপন পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন মিম, সিয়াম, সুনেরাহ বিনতে কামাল।

ছবিটি গেল বছরের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের সিনেমা হিসেবে দেশের বাইরে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পেয়েছিলো ‘অন্তর্জাল’। দেশের মাত্র ৩৪টি হলে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি আলোচনায় ছিলো। পরবর্তীতে, সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে টফি-তে উন্মুক্ত করা হয় ‘অন্তর্জাল’। সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটার বিরুদ্ধে দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই-এর গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। যে লড়াই এ তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে। সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা, সংকল্পকে ও প্রাণপণ লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলা হয়েছে এই এতে।

ছবিটির গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাতে বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। সে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। সুনেরাহ বিনতে কামালকে সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। চরিত্রটির নাম প্রিয়ম। রোবট নিয়ে তিনি কাজ করেন। সো-কল্ড প্রেমের সিনেমা না হলেও এ সিনেমায় প্রথমবারের মতোন জুটি হিসেবে দেখা যায় সিয়াম ও সুনেরাহকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

১ কোটি মিনিট অন্তর্জাল টফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর