Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক কার্যালয়ে অভিনেতা অপূর্ব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১৯:০৮

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব বর্তমানে অবকাশ যাপনে দুবাই আছেন। এ অবকাশের এক ফাঁকে তিনি ঘুরে আসলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের অফিসে। বুধবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিনেতা একটি পোস্ট করেছেন।

পোস্টে একগুচ্ছ ছবি প্রকাশ করে অপূর্ব লেখেন, ‘এই চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহূর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার দেখা হবে।’ সবশেষ একটি ইমোজি জুড়ে দেন অভিনেতা।

বিজ্ঞাপন

এদিকে কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন অপূর্ব। সিনেমার নাম ‘চালচিত্র’। নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত।

থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে ‘চালচিত্র’। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে থাকছেন চৌকস অফিসার কনিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী।

একগুচ্ছ খুনের রহস্য উন্মোচনে পুলিশের দলটি। কিন্তু তদন্ত করতে গিয়ে এক যুগের আগের আরেকটি মামলার সঙ্গে ঘটনার মিল পাওয়া যায়। পাশাপাশি পুলিশ অফিসারের ব্যক্তিজীবনের প্রসঙ্গও উঠে আসে।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব টিকটিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর