চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ
২২ মে ২০১৮ ১৬:৪৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অভিনেত্রী তাজিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (২২ মে) আনুমানিক বিকাল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪২ বছর। সারাবাংলাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রিজেন্ট হাসপাতালের চিকিৎসক ডা. হাসিব এবং হাসপাতালে অবস্থানরত অভিনেতা রওনক হাসান।
জানা গেছে, অভিনেত্রী তাজিন আহমেদ অাজ (মঙ্গলবার) সকাল ১০টায় উত্তরায় তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় শিনশিন-জাপান হাসপাতালে। সেখান থেকে বেলা দেড়টার দিকে তাজিনকে নেয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে।
রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহেদ জানান, ‘দুপুরে যখন তাজিন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় তখনই তার অবস্থা খুব শংকটাপন্ন ছিল। তার স্নায়ুস্পন্দন পাওয়া যাচ্ছিল না।’
তাজিন আহমেদের মৃত্যুর খবরে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে ছুটে গেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা।
এদিকে, তাজিনের মরদেহ কোথায় দাফন করা হবে তা এখনো চূড়ান্ত না। হাসপাতালে অবস্থানরত নাট্যনির্মাতা সকাল আহমেদ জানান, ‘হাসপাতালের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়েছে তাজিন আহমেদের মরদেহ। অভিনেত্রী দিলারা জামান সম্পর্কে মামী হন তাজিনের। তিনি একটি নাটকের শুটিংয়ে ছিলেন। তিনি সেখান থেকে রওয়ানা হয়েছেন। এভাবে অনেকেই আসছেন। পরিবারের অনেকের সঙ্গেই এখনো কথা বলা সম্ভব হয়নি আমাদের। সংগঠনের পক্ষ থেকেও আমরা কিছু সিদ্ধান্ত নিতে চাই। তাই সবার সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্তের কথা জানাতে পারবো।’
সারাবাংলা/পিএ/পিএম