Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তুফানে’ গডফাদার শাকিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ২০:০২

রায়হান রাফি শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন ‘তুফান’। ছবিটিতে শাকিব খানকে একজন গডফাদারের ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে।

রায়হান রাফি বলেন, ‘শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি অনেক দিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় চার মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।’

শাকিবকে নিয়ে সিনেমাটি নির্মাণের বিষয়ে এ নির্মাতা বলেন, ‘তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছেন, তিনি শাকিব খান। আর সে কারণেই তাঁকে নিয়ে এ সিনেমায় কাজ করা।’

বর্তমানে ভারতের হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে চলছে ছবিটির সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হচ্ছে লোকেশন। চলতি বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বাংলাদেশের চরকি ও আলফা আইয়ের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করছে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

সারাবাংলা/এজেডএস

তুফান শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর