তাজিনের দাফনের বিষয়ে সিদ্ধান্ত বুধবার
২২ মে ২০১৮ ১৯:২৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অভিনেত্রী তাজিন আহমেদের মরদেহ মঙ্গলবার (২২ মে) রাতে রাখা হবে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর হিমাগারে। আর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বুধবার। খবরটি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা সকাল আহমেদ।
তিনি জানান, পরিবারের কেউই এখনো আসতে পারেননি। তাই সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। অভিনেত্রী দিলারা জামান প্রয়াত তাজিন আহমেদের মামী। পরিবারের পক্ষ থেকে একমাত্র তিনিই উপস্থিত।
চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ
অভিনেত্রী তাজিন আহমেদ মঙ্গলবার (২২ মে) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় উত্তরায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় শিনশিন-জাপান হাসপাতালে। সেখান থেকে বেলা দেড়টার দিকে তাজিনকে নেয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সারাবাংলা/পিএ/টিএস