আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি ব্রেইন স্ট্রোক করে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসাপাতালটির কমিউনিকেশন ও কাস্টমার কেয়ার অফিসার প্রভাকর রায় সারাবাংলাকে জানান, ফারুকীর বর্তমানে হাঁটাচলা করতে পারছেন। তবে তাকে এখনও কেবিনে দেওয়া হয়নি। তাকে এখনো নিউরো বিভাগে (এনআইসিইউ) রাখা হয়েছে। ডাক্তার যদি দেখেন অবস্থার উন্নতি হয়েছে তবে তাকে কেবিনে স্থানান্তর করবেন।
এদিকে ফারুকীর সবশেষ অবস্থা জানিয়ে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে ,আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়া’য় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত আলহাদুলিল্লাহ। কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন।অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই । তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এতো দোয়া আর ভালোবাসার জন্য।’
গত প্রায় আড়াই দশক ধরে বাংলা নাটক ও সিনেমায় নতুন ধারা সৃষ্টি করেছেন মোস্তাফা সরয়ার ফারুকী। বর্তমান টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক বিখ্যাত পরিচালক একসময় তার সহকারী ছিলেন। টেলিভিশনে তার পরিচালিত জনপ্রিয় ও আলোচিত কাজের মধ্যে রয়েছে ৫১বর্তী, ৬৯, ৪২০, ক্যারাম, স্পার্টাকাস ৭১, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, আয়েশামঙ্গল, ওয়েটিং রুম ইত্যাদি।
তার নির্মিত প্রতিটি চলচ্চিত্রই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। তিনি নিজেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে কাজ করেছেন। তার নির্মিত চলচ্চিত্রগুলো হলো ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশঅন, ডুব, শনিবার বিকেল। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি।
সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’-তে।