Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নব দম্পতির গল্প নিয়ে আবারও হাজির তারা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১৭:২৮

মাস দশেক আগেই মুক্তি পেয়েছিলো তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’। সিএমভি’র ব্যানারে মাসরিকুল আলমের এই নাটকটি এরমধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধুমাত্র ইউটিউবের একটি চ্যানেলে।

সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে দু’জন মানুষের বিয়ের গল্প আর একটি আজব স্বপ্ন।

এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-২’ নামের এই নাটকে দেখা যাবে বিয়ে পরবর্তী হানিমুনের গল্প।

নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প। প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘বউ বোঝে না-২’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

কেয়া পায়েল তৌসিফ মাহবুব বউ বোঝে না-২