অভিনেত্রী তাজিন আহমেদ চিরনিদ্রায় শায়িত
২৩ মে ২০১৮ ১৫:১২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
চার বছর বয়সে তাজিন হারিয়েছিলেন তার বাবাকে। ৩৮ বছর পর সেই হারানো বাবার কাছে ফিরে গেলেন তিনি। বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরেই সমাহিত করা হলো তাজিন আহমেদকে। বুধবার (২৩ মে) বেলা ৩টায় দাফন করা হয় তাকে।
এর আগে সকালে তাজিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে। সেখানে কারাবন্দি তাজিন আহমেদের মা, মেয়েকে শেষবারের মতো দেখেন।
এরপর তাজিন আহমেদের মরদেহ আনা হয় উত্তরার লেকড্রাইভ রোডের আনন্দ বাড়ি শুটিং হাউসে। এখানে বেলা ১২টা পর্যন্ত তাজিনের প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা। বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই শেষবারের মতো তাদের প্রিয় অভিনেত্রীকে দেখতে আসেন।
বেলা দুইটার দিকে উত্তরা থেকে গুলশানের আজাদ মসজিদে নিয়ে আসা হয় তাজিন আহমেদের মরদেহ। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় তাজিনের মরদেহ।
উল্লেখ্য হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ মে) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর রিজেন্ট হাসপাতালে মারা যান তাজিন আহমেদ। তার বয়স হয়েছিল ৪২ বছর। মঙ্গলবার সকাল ১০টায় উত্তরায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরাস্থ শিনশিন-জাপান হাসপাতালে। সেখান থেকে বেলা দেড়টার দিকে তাজিনকে নেওয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/পিএ/পিএম