Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয়বার জুটি বাঁধলেন আসিফ-কর্নিয়া


২৩ মে ২০১৮ ১৬:২৩ | আপডেট: ২৩ মে ২০১৮ ১৭:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বেশি না, মাত্র এক বছর আগেই জুটি বেঁধেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া। শুধু গানে নয়, ভিডিওতেও দেখা গেছে এই জুটিকে। ‘কি করে তোকে বোঝাই’ শিরোনামের গানটি সেসময় ভালোই সাড়া ফেলে শ্রোতা ও দর্শক মহলে।

সেকারণে আবারও এই জুটিকে নিয়ে কাজ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। নতুন গানের শিরোনাম ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। আসিফ-কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ এর গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এমনকি মিউজিক ভিডিওর নির্মাতা একই রয়েছে দ্বিতীয় গানে। শুধু গানের আবেদন ও মিউজিক ভিডিওর গল্প ভিন্ন।

কণ্ঠশিল্পী কর্নিয়া ও আসিফ আকবর

‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

বিজ্ঞাপন

নতুন গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘কি করে তোকে বোঝাই’ গানটির শ্রোতা-দর্শকদের ভালো লেগেছে বলেই নতুন গান করছি কর্নিয়ার সঙ্গে। কর্নিয়া অনেক ভালো গায়। নতুন গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

কর্নিয়া বলেন, ‘আসিফ ভাই শুধু আমার বড় ভাই নয়, আমি তার ভক্ত। তার কাছ থেকে সবসময়ই উৎসাহ পাই। এবারের গানটির মতো ভিডিওটিও চমৎকার হয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশন ৩১ মে, বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানটির ভিডিও।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর