Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পেয়ারা সুবাস’ মুক্তি পেলো ২৭ সিনেমা হলে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৫

নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ছবিটি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে। ছবিটি দেশের ২৭টি সিনেমা হলে চলছে। এ তালিকায় দেশের সকল সিনেপ্লেক্সসহ দেশের বড় সিনেমা হলগুলো।

যে সকল সিনেমা হলে ছবিটি চলছে:

স্টার সিনেপ্লেক্স [বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সিমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু মিলিটারী জাদুঘর, বালি আর্কিড, চট্রগ্রাম], বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী] ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস [জিনজিরা], সিলভার স্ক্রীন [চট্রগ্রাম], গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার [সিলেট], শ্যামলী সিনেমা [ঢাকা], মমো- ইন [বগুড়া], ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক [দিয়াবাড়ী], সিনেস্কোপ [নারায়নগঞ্জ], রুটস সিনেক্লাব [সিরাজগঞ্জ], গুলশান সিনেপ্লেক্স [নারায়নগঞ্জ], মধুমিতা সিনেমা [ঢাকা], সেনা অডিটোরিয়াম [সাভার], সুগন্ধা [চট্রগ্রাম], শঙ্খ সিনেমা [খুলনা], শাপলা সিনেমা [রংপুর], ছায়াবানী সিনেমা [ময়মনসিংহ], নন্দিতা সিনেমা [সিলেট], মর্ডান সিনেমা [দিনাজপুর], লিবার্টি সিনেমা [খুলনা] এবং স্পনীল সিনেপ্লেক্স [কুষ্টিয়া]।

‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে। ছবিটি প্রসঙ্গে নুরুল আতিক বলেন, ‘আমরা তেমন গন্ধের ছবি দেখি না। ‘পেয়ারার সুবাস’-এ গন্ধ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের গন্ধ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধ হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। “পেয়ারার সুবাস” ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের এক মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলো অবস্থান দেখানো হয়েছে সিনেমায়।’

বিজ্ঞাপন

‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ। ছবিটি নিয়ে জয়া আহসান বললেন, ‘আমি ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে।’

সারাবাংলা/এজেডএস

আহমেদ রুবেল জয়া আহসান নুরুল আলম আতিক পেয়ারা সুবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর