Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কামব্যাক’ বলতে রাজি নন শাবনূর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৮

এক যুগের বেশি সময় ধরে শাবনূর অভিনয়ে অনিয়মিত। মাঝে যা করেছেন তা মূলত হাতে থাকা ছবিগুলো শেষ করেছেন বা দু-একটি ছবিতে কালে-ভদ্রে অভিনয় করেছেন। তবে এবার তিনি ঘোষণা দিয়ে অভিনয়ে নিয়মিত হচ্ছেন। তারই অংশ হিসেবে শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হয়ে গেল ‘রঙ্গনা’ ছবির মহরত। তার এ ‘কামব্যাক’ ভক্ত-অনুরাগী সবাই খুশি। তবে তিনি এটিকে ‘কামব্যাক’ বলতে রাজি নন।

শাবনূর বলেন, ‘শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই। এটা কী, আমি বুঝি না। শিল্পীদের মৃত্যু নেই। আমরা আর্টিস্ট, শেষ বয়স পর্যন্ত কাজ করে যাবো। দেখেন না, আমেরিকায় আর্টিস্টদের বয়স হয়ে যায়, তারপর অস্কার পেয়ে যায়। কেমন করে পায়? এজন্য বলি, আর্টিস্টদের মৃত্যু নেই। তাদের কামব্যাক বলে কিছু নেই। আমি কাজ করবো, সবার কাজ করবো, সবার সঙ্গে মিলেমিশে থাকবো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অনেকে হয়ত জানে না, আমি ক্লাস এইট থেকে নাইনে উঠিনি, তখনই আমি পুরোদস্তুর নায়িকা। একেবারে ছোটবেলায় আমার হাতেখড়ি। নির্মাতারা আমাকে গালে তুলে ভাত খাইয়েছেন, আমি এত ছোট ছিলাম। তখন নায়িকা মানে তো মিনিমাম একটা বয়সের ব্যাপার ছিল। আমি যখন প্রথম দিকে ছোট একটা ফ্রক পরে আসতাম, অনেকে আমাকে বলেছে, ‘এই পিচ্চি! ও কী করবে!’, আমাকে ধরে বলতো, ‘তুমি নায়িকা হবা?’ এহতেশাম (নির্মাতা) দাদু আমাকে নিয়ে এসেছিলেন, তার জন্যই আজকে আমি শাবনূর।”

শাবনূর জানান, পারিবারিক কারণেই তিনি বর্তমানে অস্ট্রেলিয়া থাকছেন। সেখানে তার বোন আইন নিয়ে পড়াশোনা করছেন। ভাইও উচ্চতর পড়াশোনা করছেন। ছেলেকেও স্কুলে ভর্তি করিয়েছেন। দেশের বাইরে থাকলে সব সময় দেশের ইন্ডাস্ট্রির খবর রাখেন। ওখানে বসেই দেশের অনেক ছবিই দেখেছেন। এ তালিকা রয়েছে─সুড়ঙ্গ, প্রিয়তমা, প্রহেলিকার মত ছবি।

বিজ্ঞাপন

তিনি জানান, অস্ট্রেলিয়ায় থাকতেই ‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন তার সঙ্গে ছবিটির গল্প নিয়ে আলাপ করে। তিনি চরিত্রের জন্য ফিট হয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন। এর আগে পরিচালককে গল্প ও চিত্রনাট্যকে আরও সুন্দর করে সাজাতে বলেছেন।

শাবনূর জানালেন, ‘রঙ্গনা’ এ যুগে যেমন গল্প চলে তেমন একটি গল্প। এছাড়া তিনি সামনে যে ছবিগুলো করবেন সেগুলোও যুগপোযোগী কাহিনি ও নির্মাণের হবে। ভক্তরা হতাশ হবে এমন কিছু তিনি করবেন না।

সারাবাংলা/এজেডএস

কামব্যাক রঙ্গনা শাবনূর

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর