Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা ফাল্গুনে ‘ফুল ফুটুক না ফুটুক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫১

পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে দুটি বিশেষ অনুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘বাঙালির হৃদয়ে ফাগুন’। গান, আবৃত্তি, সাক্ষাৎকার ও ফাল্গুনের ওপর তথ্যচিত্রের মাধ্যমে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি।

আনজীর লিটনের গ্রন্থনায় ও দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এল রুমা আক্তারের প্রযোজনায় অনুষ্ঠান ‘ফুল ফুটুক না ফুটুক’ প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে।

ফাল্গুনের একাল-সেকালকে উপজীব্য করে বৈঠকি আঙ্গিকে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। শ্যামল দত্তের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রূপা চক্রবর্তী। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মারুফ রায়হান, মুনমুন আহমেদ, অনিরুদ্ধ সেনগুপ্ত, তানজিনা করিম স্বরলিপি ও কামরুল হাসান ফেরদৌস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

পহেলা ফাল্গুন ফুল ফুটুক আর না ফুটুক বিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর